রাশিয়ার একজন রাষ্ট্রদূত বলেছেন, তার দেশ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে কৌশলগত (ট্যাকটিক্যাল) পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। যুক্তরাজ্যে নিয়োজিত রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন এই মন্তব্য করেছেন। রুশ রাষ্ট্রদূত বলেন, রাশিয়ার সামরিক বিধি অনুযায়ী— রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়লেই কেবল তা ব্যবহার করা হয়। ইউক্রেনের মতো সংঘাতের ক্ষেত্রে এসব অস্ত্র ব্যবহার করা হয় না।উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে অভিযান শুরুর পরপরই পারমাণবিক বাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এটাকে তখন হুমকি হিসেবে দেখা হচ্ছিল।
রাশিয়া কী পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে? জানালেন রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন
প্রকাশ : May 29, 202211:03 am
