রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:২৩ পূর্বাহ্ন
Menu

রাশিয়ার প্রতি উদারতার জন্য ভারতকে মূল্য দিতে হবে, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  April 7, 20223:23 pm

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা বলেছেন, মার্কিন প্রশাসন ভারতকে রাশিয়ার দিকে না ঝুঁকতে সতর্ক করেছে। তিনি বলেন, ইউক্রেন আগ্রাসনকে কেন্দ্র করে নয়াদিল্লির কিছু প্রতিক্রিয়া নিয়েও মার্কিন কর্মকর্তাদের মধ্যে ‘হতাশা’ রয়েছে।হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের পরিচালক ব্রায়ান ডিজ বুধবার ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর আয়োজিত একটি প্রাতঃরাশে সাংবাদিকদের বলেন, ‘অবশ্যই এমন কিছু ক্ষেত্র রয়েছে যেখানে আমরা আগ্রাসনের প্রেক্ষাপটে চীন ও ভারত- উভয়ের সিদ্ধান্তে হতাশ হয়েছি, তিনি জানান, যুক্তরাষ্ট্র ভারতকে বলেছে, মস্কোর সাথে ‘আরও সুস্পষ্ট কৌশলগত অংশিদ্বারিত্বে’র পরিণতি ‘তাৎপর্যপূর্ণ এবং দীর্ঘমেয়াদী হবে।’ ইউক্রেন আগ্রাসনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং জাপান রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে ভারত নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি প্রত্যাখ্যান করেছে। উল্টো তারা রাশিয়ান কাছ থেকে তেল আমদানি চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। ইউক্রেনে আগ্রাসন নিয়ে নয়া দিল্লির প্রতিক্রিয়া ওয়াশিংটনের সঙ্গে তাদের সম্পর্ককে আরও বেশি জটিল করে তুলছে। এশিয়া অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে ভারতের গুরুত্বপূর্ণ অংশিদার মনে করা হয়। হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের পরিচালক ব্রায়ান ডিজের এ মন্তব্য এমন এক সময়ে এলো যখন ভারত সফর করে যুক্তরাষ্ট্রে ফিরেছেন যুক্তরাষ্ট্রের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দিলীপ সিং। এ নিয়ে ভারতকে তার নিজ অবস্থানে দৃঢ় থাকতে দেখা গেছে। বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমনিয়াম জয়শঙ্কর নয়া দিল্লির সঙ্গে মস্কোর সম্পর্কের বিষয়টি আবারও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। ভারতের পার্লামেন্টে তিনি বলেন, রাশিয়া ‘বিভিন্ন খাতে (ভারতের) গুরুত্বপূর্ণ অংশিদার।