রবিবার, ০৪ Jun ২০২৩, ০৬:৩৭ পূর্বাহ্ন
Menu

রানির সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্তিতে ব্যাপক কর্মসূচি

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  June 1, 20223:03 pm

ব্রিটেনের রানি এলিজাবেথের সিংহাসনে বসার ৭০ বছর পূর্তি উদযাপন করতে গোটা বৃটেন জুরে  নেয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। চলছে নানা আয়োজনের অনুশীলনও। এর অংশ হিসেবে স্কুলগুলোতে চলেছে ব্যতিক্রমী শিক্ষা কার্যক্রম। রানী দ্বিতীয় এলিজাবেথই একমাত্র মোনার্ক যিনি বাংলাদেশসহ ভ্রমন করেছেন বিশ্বের ১০০ টি দেশে। রানী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৭০ বছর পূতিকে উদযাপন করতে চার জুন আবারো ব্রিটেনবাসী জড়ো হবেন বাকিংহ্যাম প্যালেসের সামনে। ব্রিটেনের স্কুলগুলোও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করছে প্লাটিনাম জুবিলি উৎসব। পূর্ব লন্ডনের বিগল্যান্ড গ্রিন স্কুলের এই শিশুরা শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয়। মাথায় মুকুট পরে ব্রিটেনের পতাকা হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া বেশ কয়েকজন শিশু জানালো রানীর ৭০ বছরের শাসন সম্পর্কে তারা অনেক কিছুই জানেন, শিখেছেনও। বাকিংহ্যাম প্যালেস সূত্র জানিয়েছে, ব্রিটেনের ইতিহাসে রানী দ্বিতীয় এলিজাবেথই দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী মোনার্ক। যিনি কমনওয়েলথভুক্ত দেশগুলোতে ভ্রমন করেছেন ১৫০ বার। ভ্রমন করেছেন একশ’র বেশি দেশে। পেট্রন হিসেবে যুক্ত রয়েছেন প্রায় পাঁচ শতাধিকের বেশি সামাজিক ও চ্যারিটি সংগঠনে। ১৯৫২ সালের পর থেকে রানির ১৮০টি গার্ডেন পার্টিতে অংশ নিয়েছে প্রায় দেড় লাখ মানুষ। শতবর্ষী তিন লাখ নাগরিক ও বিবাহের ৬০ বছর পূর্তি উদযাপন করেছে এমন ৯ লাখ দম্পতিকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। রানীর দীর্ঘ ৭০ বছরের শাসনকালে ব্রিটিশ পার্লামেন্টের প্রধানমন্ত্রীর পদ বদল হয়েছে ১৪ বার।