রবিবার, ০৪ Jun ২০২৩, ০৭:৩২ পূর্বাহ্ন
Menu

রাতে সেমিফাইনালে ওঠার লড়াই ইউরোপা লিগে

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  April 20, 20236:34 am

ইউরোপা লিগে আজ রাতে সেমিফাইনালে ওঠার লড়াই। কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলবে সেভিয়া। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১টায়। শেষ আটের প্রথম দেখায় ২-২ গোলে ড্র হয় দু’দলের ম্যাচ। তাই সেমিতে কোয়ালিফাই করতে জয় ছাড়া বিকল্প নেই দু’দলের। হোম অ্যাওয়ে মিলিয়ে সবশেষ পাঁচ ম্যাচে মাত্র এক হার রেড ডেভিলদের।  ইনজুরিতে এই ম্যাচে নেই ম্যান ইউ তারকা মার্কাস রাশফোর্ড। নিষেধাজ্ঞা থাকায় ম্যাচ মিস করবেন মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজও। এদিকে, বাজে সময় পার করছে সেভিয়া। সবশেষ পাঁচ ম্যাচে মাত্র ২ জয় দলটির। তবে রেড ডেভিলদের বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে সেভিয়া। পাঁচ বারের দেখায় তিন জয় তাদের। জয়হীন ম্যান ইউ।