রাজস্থানকে সাত উইকেটে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে গুজরাট। এবারই দলটি প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোববার (২৯ মে) এক লাখের বেশি দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনালে গুজরাটের জয় হলো। ১১ বল বাকি থাকতে রাজস্থানের ১৩০ রান তারা পেরিয়ে যায়। গুজরাটের শিরোপা জয়ে বল হাতে অবদান রাখেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ৪ ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে ৩টি উইকেট নেন। এরপর ব্যাট হাতে ৩০ বলে ৩টি চার ও ১ ছক্কায় ৩৪ রানের ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দিয়ে যান। শুভমান গিলের সঙ্গে তৃতীয় উইকেটে ৫৩ বলে তোলেন ৬৩ রান। পরে গিল ও ডেভিড মিলার ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ছক্কা হাঁকিয়ে দলকে জেতানো গিল ৪৫ রানে ও মিলার ৩২ রানে অপরাজিত থাকেন। পান্ডিয়ার অলরাউন্ড নৈপুণ্যে গুজরাট শিরোপা জেতায় ফাইনালের ম্যাচসেরা হন তিনি।টস জিতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি রাজস্থান রয়্যালস। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩০ রান করে তারা
রাজস্থানকে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট
প্রকাশ : May 30, 20223:20 am
