রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে রাবি প্রশাসন। আজ রোববার (১২ মার্চ) ও আগামীকাল সোমবার (১৩ মার্চ) এই দু’দিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। শনিবার (১১ মার্চ) এক জরুরি বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণ দেখিয়ে এ ঘোষণা দেয় কর্তৃপক্ষ। তবে মঙ্গলবার (১৪ মার্চ) থেকে আবার শুরু হবে ক্লাস-পরীক্ষা। এর আগে শনিবার সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয়। এসময় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে এ ঘটনায় অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের এক শিক্ষার্থী শনিবার বিকেলে সৈয়দপুর থেকে ক্যাম্পাসে ফিরছিলেন। এ সময় বাসের ভাড়া নিয়ে তার সঙ্গে বাসের চালক-হেলপার খারাপ আচরণ করেন। বিনোদপুর গেটে এলে ঐ শিক্ষার্থীর সঙ্গে আবারও বাগবিতণ্ডায় জড়ান চালক ও হেলপার। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হয়ে এর প্রতিবাদ জানান। সেই সঙ্গে চালক-হেলপারকে মারধর করেন তারা। এ নিয়ে স্থানীয় এক ব্যক্তি এসে শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালে উভয়পক্ষের সংঘর্ষ শুরু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতানা ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। কতজন আহত হয়েছেন, এখনও নিশ্চিত করে জানতে পারিনি।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-স্থানীয়দের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা বন্ধ
প্রকাশ : March 12, 20232:35 pm
