শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:৪৮ অপরাহ্ন
Menu

রাজবাড়ীর পাংশায় প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে ১ জন নিহত

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  June 3, 202210:40 am

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার তেলের পাম্প এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী অমিত কুমার ভোলা নিহত হয়েছেন। শুক্রবার (৩ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় অমিতকে পাংশা থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অমিত কুমার রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি বালির চাতালে শ্রমিকের কাজ করতেন। পাশাপাশি চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনেরা জানান, এর আগে ভোলা পায়ে আঘাত প্রাপ্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকালে তার এক বন্ধুর সাথে জৌকুড়া থেকে মোটরসাইকেলে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। পথে পাংশা তেল পাম্প এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকারের সাথে সংঘর্ষ হয় তার। এতে অমিত গুরুতর আহত হলে স্থানীয়দের সহযোগিতায় প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের একজন কর্মকর্তা বলেন, আতিক বুকে, পায়ে ও মাথায় মারাত্মক আঘাত পেয়েছিলেন। এতে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে আসার পথেই তার মৃত্যু হয়। রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল সুমন কুমার সাহা বলেন, প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে ১ জন মারা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।