বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১১:৩৫ অপরাহ্ন
Menu

রাজবাড়ীতে ৬ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 29, 202212:23 pm

রাজবাড়ীতে অবৈধ ছয়টি বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা করা হয়েছে একটি ক্লিনিককে। সিলগালা হওয়ায় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রাজবাড়ী শহরের চারটি ও পাংশা উপজেলার দুটি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার রয়েছে। রোববার (২৯ মে) সকাল ১০ থেকে বিকেল  চারটা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ও জেলা পুলিশ সদস্যরা রাজবাড়ী জেলা শহর অভিযান চালায়। অপরদিকে পাংশায় উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) নুসহাত তাসনিম অভিযান পরিচালনা করেন। সিলগালা হওয়া ক্লিনিকগুলো হলো, রাজবাড়ী জেলা শহরের আল রাজি ডায়াগনস্টিক সেন্টার, ডিজিটাল ক্লিনিক রাজবাড়ী, মেরি ক্লিনিক, শেফা ডায়াগনস্টিক সেন্টার। পাংশা উপজেলার মা ও শিশু ডায়াবেটিক সেন্টার, এনআর ক্লিনিক। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় রাজবাড়ীর রাবেয়া ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালক কাজী রাকিবুল হাসান জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী জেলায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চলমান আছে। যেসব প্রতিষ্ঠানে কাগজপত্র অনুমোদন নেই সেগুলো সিলগালা ও যাদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। এ অভিযানে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জেলা পুলিশ সদস্যরা সহযোগিতা করছে।