রাজধানীর শ্যামপুরে বুড়িগঙ্গা ইকোপার্কে রোলার কোস্টার থেকে (বৈদ্যুতিক নগরদোলা) থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রাব্বী (১২)। তার বাসা গেন্ডারিয়া কাঠবাগিচা এলাকায়। রাব্বী স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় শ্রেণিতে পড়তো। দুই ভাই এক বোনের মধ্যে সে ছোট ছিল। মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সোয়া ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাব্বীর মৃত্যুর পেয়ে তার বাবা-মা হাসপাতালে আসেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। রাব্বীর ভাগ্নে মো. সাইফ জানায়, ঈদের আনন্দ করতে রাব্বীসহ একই এলাকার পাঁচজন মিলে শ্যামপুরে ইকোপার্কে ঘুরতে যায়। সেখানে পার্কের মধ্যে রোলার কোস্টারে ওঠে। সেখান থেকে নিচে পড়ে গিয়ে রাব্বী গুরুতর আহত হয়। পরে পথচারীদের সহায়তায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজধানীতে ইকোপার্কের রোলার কোস্টার থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
প্রকাশ : May 4, 20228:12 am
