সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:৪৩ অপরাহ্ন
Menu

যুদ্ধাপরাধের দায়ে ইউক্রেনে রুশ সেনার আমৃত্যু কারাদণ্ড

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 23, 202212:10 pm

এক বেসামরিক ইউক্রেনীয় নাগরিককে হত্যার দায়ে ২১ বছর বয়সী এক রুশ সেনাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে ইউক্রেনের আদালত। গেলো ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর এই প্রথম যুদ্ধাপরাধের দায়ে কোনো রুশ সেনার সাজা হলো। বার্তা সংস্থা এপি জানিয়েছে, সোমবার (২৩ মে) ইউক্রেনের একটি আদালত এ রায় ঘোষণা করে। অভিযুক্ত রুশ সার্জেন্ট ভাদিম শিশিমারিন যুদ্ধের প্রথম দিকে ইউক্রেনের উত্তর-পূর্ব সুমি অঞ্চলের একটি গ্রামে ৬২ বছর বয়সী অলেক্সান্ডার শেলিপভকে মাথায় গুলি করে হত্যা করার কথা স্বীকার করেছেন। শিশিমারিন সাক্ষ্য দিয়েছেন যে, তিনি অলেক্সান্ডার শেলিপভকে গুলি করেছিলেন। ঐ সময় শেলিপভ সেলফোনে কথা বলছিলেন। তিনি রুশ সেনাদের অবস্থান সম্পর্কে ইউক্রেনীয় বাহিনীকে বলে দিতে পারেন, এমন আশঙ্কা থেকেই তাকে গুলি করা হয়। এদিকে ইউক্রেন বলছে, তাদের প্রসিকিউটররা হাজার হাজার সম্ভাব্য যুদ্ধাপরাধের ঘটনা তদন্ত করছে। একটি থিয়েটারে ইউক্রেনীয় বেসামরিক নাগরিকরা আশ্রয় নিয়েছিল, রুশ সেনারা সেখানেও বোমা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এছাড়া একটি প্রসূতি হাসপাতালেও হামলা চালানোর অভিযোগ রয়েছে। ইউক্রেন বলছে, রাশিয়ার হাতে কয়েক হাজার ইউক্রেনীয় নাগরিকের মৃত্যু হয়েছে, যার অধিকাংশই যুদ্ধাপরাধ, একই কথা বলছেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দিতে পশ্চিমা দেশগুলোকে চাপ দিচ্ছেন তিনি। তবে মস্কো বলছে, এসব মিথ্যা প্রচার। রাশিয়াকে চাপে রাখতে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা এসব অপপ্রচার চালাচ্ছে।