যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যে প্রশিক্ষণ মিশনের সময় মার্কিন সেনাবাহিনীর দুইটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এখনই সে আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র নন্ডিস থারম্যান এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেছেন, এ দুর্ঘটনায় মৃত্যু প্রত্যাশিত ছিল। কেন্টাকি পুলিশ এবং রাজ্যের জরুরি ব্যবস্থাপনা পরিষেবা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। তিনি টুইটারে বলেছেন, আমরা হেলিকপ্টার দুর্ঘটনার প্রাথমিক রিপোর্টসহ ফোর্ট ক্যাম্পবেল থেকে কিছু তথ্য পেয়েছি এবং এতে হতাহতের আশঙ্কা রয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দু’টি ব্ল্যাক হক হেলিকপ্টার কেন্টকির ট্রিগ কাউন্টিতে স্থানীয় সময় রাত ১০ টায় বিধ্বস্ত হয়। এসময় হেলিকপ্টারে কতোজন ক্রু ছিলেন তা নিশ্চিত করা যায়নি। কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে সেটিও তদন্তাধীন। উল্লেখ্য, ১৯৭৯ সাল থেকে মার্কিন সেনারা ইউএইচ-৬০এম মডেলের ব্ল্যাক হক হেলিকপ্টার ব্যবহার করে। যুদ্ধ, তল্লাশি কিংবা উদ্ধারের মতো বহুমুখী অভিযানে ব্যবহার হয় এসব হেলিকপটার।
সুত্রঃ আল-জাজিরার