মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের তুলসার একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারী ব্যক্তিটিও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। ঘটনার সময় তার হাতে একটি রাইফেল এবং একটি হ্যান্ডগান ছিল বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। পুলিশ কর্মকর্তারা জানান, গতকাল বুধবার (১ জুন) বিকালে এ ঘটনা ঘটার তিন মিনিটের মধ্যে সেন্ট ফ্রান্সিস হাসপাতালে পৌঁছায় পুলিশ। এরপর পুলিশের পক্ষ থেকে জানানো হয় মৃতের সংখ্যা বেশি নয়। তবে অনেকে আহত হয়েছেন। পুলিশের ডেপুটি চিফ এরিক ডালগ্লিশ বলেন, ‘এ ঘটনায় আমাদের ৪ জন বেসামরিক লোক নিহত গেছেন। এছাড়া ১ জন বন্দুকধারীও নিহত হয়েছেন।’ তিনি আরও বলেন, নিহত বন্দুকধারীর পরিচয় এখানো জানা যায়নি। তবে তিনি গুলির আঘাতে ক্ষতবিক্ষত হয়েছেন। বন্দুকধারী অত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সূত্র: বিবিসি।