চীনের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের “বিকৃত” মনোভাব পরিবর্তন করা উচিত, নয়তো “সংঘাত ও সংঘর্ষ” অবিশ্যম্ভাবী বলে মন্তব্য করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার বেইজিংয়ে পার্লামেন্টের বার্ষিক বৈঠকের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। কিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ন্যায্য, নিয়ম-ভিত্তিক প্রতিযোগিতায় জড়িত হওয়ার পরিবর্তে চীনকে দমন ও নিয়ন্ত্রণে নিয়োজিত ছিল। চীন সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের ধারণা এবং দৃষ্টিভঙ্গি গুরুতরভাবে বিকৃত বলেও অভিযোগ করেন তিনি। যুক্তরাষ্ট্র চীনকে তার প্রাথমিক প্রতিদ্বন্দ্বী এবং সবচেয়ে বড় ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ হিসাবে বিবেচনা করে উল্লেখ করে তিনি বলেন, এটি শার্টের প্রথম বোতামের মতো, যেটি ভুল যায়গায় লাগানো হয়েছে। অন্যদিকে চীন-রাশিয়া সম্পর্কের বিষয়ে তিনি বলেন, চীনকে রাশিয়ার সাথে তার সম্পর্ক এগিয়ে নিতে হবে, কারণ বিশ্ব আরও অশান্ত হয়ে উঠছে। প্রেসিডেন্ট শি জিনপিং এবং তার রাশিয়ান প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনের মধ্যে ঘনিষ্ঠ মিথস্ক্রিয়া প্রতিবেশীদের সম্পর্ককে নোঙর করেছে। কারো নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘অদৃশ্য একটি হাত’ ইউক্রেনে চলমান যুদ্ধের মাত্রা আরও বৃদ্ধির জন্য চাপ দিচ্ছে। এর আগে তাইওয়ান, বাণিজ্য এবং সম্প্রতি ইউক্রেনের যুদ্ধসহ বেশ কয়েকটি ইস্যুতে এই দুই পরাশক্তির মধ্যে সম্পর্ক বছরের পর বছর ধরে উত্তেজনাপূর্ণ ছিল। তবে গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ‘চীনা গোয়েন্দা’ বেলুনের প্রবেশ নিয়ে পরিস্থিতি আরও অবনতির দিকে যায়।
সূত্রঃ রয়টার্স