মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৬:০৩ পূর্বাহ্ন
Menu

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাফেলো শহরের সুপারমার্কেটে বন্দুক হামলায় নিহত ১০

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 15, 20226:13 am

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাফেলো শহরে একটি সুপার মার্কেটে বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৪ মে) শহরের ব্যস্ত এক সুপার মার্কেটে ঢুকে গুলি চালায় ১৮ বছর বয়সী এক তরুণ। অভিযুক্তকে ইতোমধ্যে পুলিশ আটক করলেও তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হয়নি। তবে ঘটনাটি ‘জাতি বিদ্বেষী অপরাধ’ হিসেবে তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে। বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, ওই তরুণ এই হামলা লাইভে সম্প্রচারের জন্য একটি ক্যামেরা ব্যবহার করছিলো বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনাকে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ‘হিংসাত্মক চরমপন্থা’ হিসেবে অ্যাখ্যায়িত করেছে। এ ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাফেলো শহরের এফবিআইয়ের দায়িত্বে থাকা কর্মকর্তা স্টিফেন বেলিঙ্গিয়া। স্থানীয় পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগ্লিয়া বলেন, অভিযুক্ত হামলাকারীকে ওই এলাকায় গাড়ি নিয়ে কয়েক ঘণ্টা ঘোরাঘুরি করতে দেখা যায়। তার বন্দুকের হামলায় ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের বেশির ভাগই কৃষ্ণাঙ্গ। এদের সবাই সুপার মার্কেটে কাজ করতেন বলে জানা গেছে। হত্যার অভিযোগে আটক অভিযুক্তকে আদালতে তোলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। হামলার ঘটনায় বাফেলো জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।