২০২০ সালের অক্টোবরে বলিউডকে বিদায় জানিয়েছেন অভিনেত্রী সানা খান। তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে তিনি বিনোদনের জগত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। কারণ সে নিজেকে ইসলামের কাছে সমর্পণ করতে চায়। এক মাস পরে, ২০ নভেম্বর, সালমান খানের নায়িকা গুজরাটের হীরা ব্যবসায়ী মুফতি আনাসকে বিয়ে করেন। বিয়ের পর নাম পরিবর্তন করেন সৈয়দ সানা খান।
প্রাক্তন অভিনেত্রী সানা খান গতকাল তার স্বামী সাঈদ আনাসের সাথে তার প্রথম বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন। বিবাহবার্ষিকীর দিনে স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘অপেক্ষার দাম’।
ছবিতে স্বামী সাইদ আনাসের সঙ্গে সানা সাদা সোফায় পাশাপাশি বসে রয়েছেন। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমি আপনার দীন ও আখিরাহ এবং এর মধ্যবর্তী সবকিছুর জন্য প্রার্থনা করি, যেমন আমি আমার জন্য প্রার্থনা করি।
ঠিক যেমন আমি নিজের জন্য প্রার্থনা করি, তেমনি আপনার জন্যও প্রার্থনা করছি। কারণ আমি নিজের জন্য যা চাই, আপনার জন্যও তাই চাই’।
গত অক্টোবর মাসে সবাইকে চমকে দিয়ে বিনোদন জগৎকে বিদায় জানান বিগ বস প্রতিযোগী সানা খান। বেশ কয়েকটি ছবিও করেছেন তিনি। তখন ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছিলেন, মানবতার পথে চলতে চান তিনি।
সৃষ্টিকর্তার দেখানো পথে চলতে চান। নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করেছিলেন সানা খান। চলতি বছরেই সানা খান শিরোনামে আসেন ইউটিউবার ও ডান্সার মেলভিন লুইসের সঙ্গে সম্পর্কে জড়ানোয়। তারপর তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সম্পর্ক ছিন্ন করেন।
ইউটিউবারকে মিথ্যাবাদী ও প্রতারকও বলেছিলেন সানা।
ধর্মের টানে বিনোদন জগৎ ছেড়েছিলেন। বেছে নিয়েছিলেন সাদামাটা জীবন।