মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৬:১৭ পূর্বাহ্ন
Menu

যশ-নুসরাতের সম্পর্কে ভাঙনের সুর

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  November 30, 20215:31 pm

জনপ্রিয় অভিনেত্রী ও ওপার বাংলার সংসদ সদস্য নুসরাত জাহানের বিবাহ বিচ্ছেদ ও প্রেমের প্রেক্ষাপট কমেনি। নিখিল জৈনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই নুসরাতের জীবনে জড়িয়ে পড়ে যশ দাশগুপ্তের নাম। এক ছেলের মা হয়েছেন নায়িকা।

ওই শিশুর বাবার পরিচয় নিয়ে অনেক খবর থাকলেও শেষে ইঙ্গিত পাওয়া যায় যশই নুসরাতের সন্তানের বাবা। সব মিলিয়ে যশ-নুসরাতের সম্পর্ক ভালোই চলছিল।

কিন্তু আজ হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় তাদের মধ্যে ফাটলের আভাস পাওয়া যাচ্ছে, যা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।
কয়েকদিন আগে যশের জন্মদিনে কেকের গায়ে ‘স্বামী’ লিখেছিলেন নুসরাত। এরপর নুসরাত সংবাদমাধ্যমকে বলেন যে তিনি এবং যশ বর্তমানে তাদের অভিভাবকত্ব উপভোগ করছেন।

কিন্তু এরই মধ্যে শুক্রবার নুসরাত জাহান ও যশ দাশগুপ্তের ইনস্টাগ্রাম পোস্ট থেকে শুরু হয়েছে নতুন জল্পনা।
নুসরাত আজ তার ইন্সটা স্টোরিতে লিখেছেন, “শান্তিহীন একটি ঘর পৃথিবীর সবচেয়ে খারাপ কারাগার এবং ভালোবাসায় পূর্ণ একটি ঘর সেরা যা আপনি কখনই ছেড়ে যেতে চাইবেন না।” অন্যদিকে যশ দাশগুপ্ত তাঁর ইন্সটা স্টোরিতে লিখেছেন, ‘কেন জেলে থাকবেন, যখন জেলের দরজা সব সময় খোলা থাকে।’

জল্পনা শুরু হয়েছে নুসরাত ও যশের ইন্সটা স্টোরি থেকে। তাহলে কি যশরাত একে অপরের থেকে আলাদা? বর্তমানে তারা একসঙ্গে বসবাস করছেন। তাহলে ঠিকানা কি পরিবর্তন হবে? প্রশ্ন নেটিজেনদের। এর আগেও বহুবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন বার্তা দিয়েছেন দুই তারকা। তাহলে কি বিচ্ছেদের ঘোষণা দিতে যাচ্ছেন যশরাত! নাকি কাকতালীয় বা নতুন নাটক।