শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৫:৫২ পূর্বাহ্ন
Menu

মৌয়াল বাবা ও ছেলে দুজনই গেল বাঘের পেটে

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 22, 20227:35 am

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নটাবেকীর ফরেস্ট স্টেশনের আওতাধীন খেজুরদানা এলাকায় কাওসার গাইন (২৭) নামে এক মৌয়ালকে ধরে নিয়ে গেছে বাঘ। শনিবার (২১ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। সহযোগীরা চেষ্টা করেও তার মরদেহ উদ্ধার করতে পারেনি। স্থানীয় সূত্রে জানা গেছে, কাওসার গাইন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের রাজ্জাক গাইনের ছেলে। ২০০৬ সালে রাজ্জাক গাইনও বাঘের আক্রমণে নিহত হয়েছিলেন। বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুর আলম জানান, বাঘের আক্রমণে কাওসার গাইন নামে এক বনজীবী নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। রোববার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে ২৫ সদস্যের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। গত ২২ মার্চ বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মধু আহরণের পারমিট নিয়ে দুটি নৌকায় সুন্দরবনে প্রবেশ করে ১৩ জন মৌয়াল। নিহত কাওসার গাইন তার মধ্যে একটি নৌকার মাঝি ছিলেন। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা এমএ হাসান বলেন, খবরটি পাওয়ার পর আমরা বিষয়টি খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করছি।

  • জেলার খবর