মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩/১ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার (১২ মে) কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জামাল ভূঁইয়াদের সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে শন লেনের দল। ম্যাচের ১৮তম মিনিটে আসরর গাফুরভের গোলে এগিয়ে যায় সাইফ। এর পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এমফোন উডোহ। ৮০তম মিনিটে সাইফের তৃতীয় গোলটি করেন এমেকা ওগবাগ। দুই গোলেই অ্যাসিস্ট করেন উজবেক ডিফেন্ডার গাফুরভ। নির্ধারিত সময়ের এক মিনিট আগে মোহামেডানের হয়ে একটি গোল শোধ দেন জাফর ইকবাল। এই জয়ে ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের তালিকায় চতুর্থ স্থান ধরে রেখেছে সাইফ। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে মোহামেডান আছে ছয়ে।
মোহামেডানকে ৩ গোলে হারিয়ে জিতল সাইফ স্পোর্টিং ক্লাব
প্রকাশ : May 12, 20223:17 pm
