ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি ও আইন বিভাগের অধ্যাপক ড. রহমত উল্লাহকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটে’র সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একাধিক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ১৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মিলনায়তনে মুজিবনগর দিবসের একটি আলোচনা সভায় অধ্যাপক রহমত উল্লাহ বঙ্গবন্ধুর হত্যা পরিকল্পনাকারীদের অন্যতম খন্দকার মোশতাককে ‘শ্রদ্ধা’ জানিয়েছেন এমন অভিযোগ সামনে আসে। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। সিন্ডিকেট সভায় উপস্থিত থাকা এক সদস্য জানান, সভায় শুরুতেই অধ্যাপক ড. রহমত উল্লাহ’র দেওয়া বক্তব্যের নিন্দা জানানো হয়। পরে তাকে অব্যাহতি দিয়ে এ বিষয়ে তদন্ত করার জন্য উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামালকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম এম আমিন উদ্দীন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটো মিয়া, আইন বিভাগের অধ্যাপক ড. সীমা জামান ও সিন্ডিকেট সদস্য এস এম বাহালুল মজনুন (চুন্নু)। তবে, তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়নি বলেও জানান তিনি। তদন্ত চলাকালীন অব্যাহতি আদেশ বহাল থাকবে। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে, গত ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত এক আলোচনা সভায় অধ্যাপক ড. রহমত উল্লাহ বঙ্গবন্ধু হত্যার অন্যতম পরিকল্পনাকারী খন্দকার মোশতাক আহমদের প্রতি শ্রদ্ধা জানান বলে অভিযোগ ওঠে। অবশ্য, ‘অনিচ্ছাকৃতভাবে সে রকম কিছু বলে থাকলে’ ইতিমধ্যে তার জন্য দুঃখপ্রকাশ ও ক্ষমা চেয়েছেন তিনি। এদিকে, তার বক্তব্য প্রত্যাখ্যান ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল।
মোশতাককে ‘শ্রদ্ধা’ জানানো ঢাবি শিক্ষক রহমত উল্লাহকে দায়িত্ব থেকে অব্যাহতি
প্রকাশ : April 20, 20223:03 pm