আমদানির পর দীর্ঘদিন ধরে মোংলা বন্দরে পড়ে আছে ২ হাজার ৮৮৪টি রিকন্ডিশন্ড গাড়ি। নির্দিষ্ট সময়ের মধ্যে ছাড় না হওয়ায় এসব গাড়ির মধ্য থেকে বিভিন্ন মডেলের ১৩২টি গাড়ি বিক্রির জন্য নিলামে তুলছে মোংলা কাস্টম হাউস। ১৮ জানুয়ারি এই নিলাম অনুষ্ঠিত হবে।
মোংলা কাস্টম হাউসের নিলাম শাখার রাজস্ব কর্মকর্তা আবু বাসার সিদ্দিকী গতকাল বুধবার এই তথ্য জানিয়ে বলেন, নিলামে ওঠা ১৩২টি গাড়ির মধ্যে ১৬ ব্র্যান্ড ও মডেলের গাড়ি রয়েছে। নিয়ম অনুযায়ী, আমদানির পর ৩০ দিনের মধ্যে এসব গাড়ি ছাড় করাতে ব্যর্থ হয়েছেন আমদানিকারকেরা। তাই নিয়মানুযায়ী গাড়িগুলো নিলামে তোলা হচ্ছে। এর আগে গত বছর প্রায় ২ হাজার গাড়ি নিলামে বিক্রি করেছিল মোংলা কাস্টমস কর্তৃপক্ষ।