রবিবার, ০৪ Jun ২০২৩, ১২:৩২ পূর্বাহ্ন
Menu

মোংলায় এক পুলিশ কনস্টেবল ও সিলেটে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত, পুলিশসহ আহত ১০

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  April 6, 20232:45 pm

১। মোংলায় সড়ক দুর্ঘটনায় বাগেরহাট পুলিশ লাইন্সের কনস্টেবল মো: জাকারিয়া নিহত হয়েছেন। এসময় আহত হন অপর কনস্টেবল মো: মুজাহিদ। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মোংলার দিগরাজ বাজার সংলগ্ন আপাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  মোংলা থানার সেকেন্ড অফিসার এসআই ঠাকুর দাস মন্ডল জানান, মোংলা ইপিজেডে ডিউটি শেষে বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেলে বাগেরহাটে ফিরছিলেন কনস্টেবল জাকারিয়া ও মুজাহিদ। পথিমধ্যে মোংলা-খুলনা মহাসড়কের মোংলার দিগরাজ বাজার সংলগ্ন আপাবাড়ী এলাকায় পেট্রোম্যাক্স এলপিজির সামনে দুপুর দেড়টার দিকে একটি কুকুর তাদের মোটরসাইকেলের নিচে পড়ে, এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। তিনি আরও জানান, ঐ সময় জাকারিয়া ছিটকে মহাসড়কে চলন্ত একটি ট্রাকের চাকায় আঘাতপ্রাপ্ত হন। ট্রাকের চাকার সাথে মাথায় ধাক্কার আঘাতে রক্তক্ষরণ হতে থাকলে খবর পেয়ে মোংলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে এম্বুলেন্সে করে তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ৩টায় খুলনা মেডিকেলে নেয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে তার মরদেহ খুলনা মেডিকেলে রয়েছে। নিহত জাকারিয়ার বাড়ি খুলনার তেরখাদায়। এদিকে আহত অপর কনস্টেবল মোংলা বন্দর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা দুই জনই বাগেরহাট পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

২। সিলেটের গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত হয়েছেন, এ ঘটনায় পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার রাত ১০টায় সিলেটের কোম্পানীগঞ্জ সড়কের গোয়াইনঘাটের মিত্রিমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বিক্রম চন্দ্র মণ্ডল (২৯) ও পুলক রায় (৩০)। তারা মোটরসাইকেলের আরোহী ছিলেন। সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বুধবার রাত ১০টায় পুলিশের একটি পিকআপ কোম্পানীগঞ্জ থেকে সিলেট যাচ্ছিলো। পথে গোয়াইনঘাটের মিত্রিমহল এলাকার ১০ নম্বর ব্রিজের উত্তর পাশে পৌঁছালে নম্বরবিহীন বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় পিকআপের। এ সময় ট্রাকের পেছনে ছিল একটি মোটরসাইকেল। মোটরসাইকেলটি তিন আরোহীসহ ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী পুলক রায় নিহত হন। এ সময় আহতাবস্থায় বাকি দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বিক্রম চন্দ্র মণ্ডলের। আহত ফয়সাল নামের অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন।