অস্কারজয়ী ভারতীয় সঙ্গীতশিল্পী এ আর রাহমান মেয়ের বিয়ে দিয়েছেন। চলতি বছরের জানুয়ারিতে খতিজা রহমানের বাগদান হয়েছিল। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে এ আর রাহমান জানালেন মেয়েকে আনুষ্ঠানিকভাবে পাত্রস্থ করেছেন।পারিবারিক সেই ছবিতে বিয়ের সাজে সোফায় বসে আছেন বর-কনে। পেছনে রাহমানের বড় মেয়ে রহিমা, স্ত্রী সায়রা বানু, এ আর রাহমান নিজে ও ছেলে আমিন। ছবি শেয়ার করে রাহমান লিখেছেন, ‘সর্বশক্তিমান যেন এই দম্পতিকে আশীর্বাদে রাখেন। আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য রইল অগ্রিম শুভেচ্ছা।’রাহমান কন্যা খতিজা রহমান বিয়ে করেছেনলে অডিও ইঞ্জিনিয়ারকে। নাম রিয়াসদিন শেখ মহম্মদ। তার সঙ্গে খতিজার প্রেম ছিল। বিয়ের অনুষ্ঠানে অফ হোয়াইট রঙের এমবড্রয়ারি করা স্যুট পরেছিলেন খতিজা। গলায় মুক্তো ও দামি স্টোনের কাজ করা লম্বা হার, মাথায় মাঙ্গটিকা। নিজের মুখ সামান্য আড়ালে রেখেছেন খতিজা। পোশাকের সঙ্গে ম্যাচিং মাস্ক পরে দেখা গেল তাকে প্রতিটা ছবিতে। আর রিয়াস পরেছেন শেরওয়ানি। রিয়াসদিনের সঙ্গে একটা ছবি খতিজা শেয়ার করে নিয়েছেন নিজের অ্যাকাউন্টেও। সেখানে লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে প্রতীক্ষিত একটা দিন। বিয়ে হল আমার পুরুষ রিয়াসদিনের সঙ্গে। ’প্রসঙ্গত, এআর রাহমান কন্যা খতিজাকে নিয়ে এর আগে বহু বিতর্ক হয়েছে। বিশ্বখ্যাত এই সুরকারের মেয়েও এই যুগে কেন বোরকা পরবে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেটিজেনদের একটা অংশ। এমনকি, রাহমানের উপরেও অভিযোগ আনা হয়েছিল মেয়েকে পর্দানশীন রাখার। যদিও পরে খতিজা ও রাহমান দু’জনেই বিবৃতি দিয়ে জানান, এটা সম্পূর্ণভাবে খতিজার নিজস্ব পছন্দ। এর পেছনে পরিবারের কোনো হাত নেই।
মেয়ের বিয়ে দিলেন এআর রাহমান, বর কে জানেন?
প্রকাশ : May 9, 20224:23 am
