মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:৫৯ পূর্বাহ্ন
Menu

মেহেরপুরে এক ওড়নাতে পৃথিবী ছাড়ল স্বামী-স্ত্রী;

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  June 7, 20223:27 pm

মেহেরপুরের গাংনীতে একসঙ্গে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ধানখোলা ইউপির কচুইখালী গুচ্ছগ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, তারা আত্মহত্যা করেছেন। নিহতরা হলেন সদর উপজেলার পাটকেলপোতা গ্রামের ইকতার আলীর ছেলে সাগর হোসেন ও তার স্ত্রী চামেলী খাতুন। তিন বছর প্রেমের পর এক বছর আগে তাদের বিয়ে হয়। স্থানীয়রা জানায়, গত সোমবার রাতে কালু মিয়া তার ছেলে সাগরকে পারিবারিক বিষয় নিয়ে বকাঝকা করেন। এ কারণে রাতেই বাবার ওপর অভিমান করে শ্বশুরবাড়িতে চলে আসেন। এক পর্যায়ে দোকানে আটা কিনতে যান চামেলীর মা। এ সময় বাড়ি ফাঁকা ছিল। স্কুল থেকে চামেলীর ছোট বোন ফিরে তাদের ঝুলন্ত লাশ দেখতে পায়। চামেলীর ছোট বোন শিল্পী খাতুন বলে, ‘স্কুল থেকে ফিরে ঢুকতেই দেখি বোনের ওড়নায় ঝুলছিল দুজন। আমার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। চামেলীর মা হাফিজা খাতুন বলেন, ‘সাগর অন্য দিন আমাদের বাড়িতে বেড়াতে আসলে আমাদের মোবাইলে জানায়। কিন্তু এবার কিছুই জানায়নি। এসেও মন খারাপ দেখেছি। কী হয়েছে জিজ্ঞেস করেছি, কিন্তু কিছুই বলেনি। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুজনের মরহে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ এখনো চিহ্নিত করা যায়নি। কারণ জানা গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।