মেসি জাতীয় দলের হয়ে খেলবেন কি না এনিয়ে শঙ্কার মেঘে কটেছে। পানামা ও কিরাসাওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচের দলে আছেন তিনি। অপরদিকে আনহেল ডি মারিয়ার অবসর নিয়ে গুঞ্জনও ভুল প্রমাণিত হয়েছে। মেসির সঙ্গে আগামী ২ ম্যাচে আছে তার নামও।কাতার বিশ্বকাপের পর বিশ্ব চ্যাম্পিয়নরা প্রথম মাঠে নামবে আগামী ২৩ মার্চ, রাজধানী বুয়েন্স আইরেসে পানামার বিপক্ষে। আর ২৮ মার্চ সান্তিয়াগো দেল এসতেরোতে কিরাসাওয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এ-দুই ম্যাচের জন্য দেওয়া ৩৫ জনের দলে বিশ্বকাপ স্কোয়াডের ২৬ জনের সবাইকে রেখেছেন স্কালোনি।
আর্জেন্টিনা দল: এমিলিয়ানো মার্তিনেস, হেরোনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান ফয়েথ,নাহুয়েল মোলিনা, গনসালো মনতিয়েল, নেহুয়ান পেরেস, হেরমান পেস্সেইয়া, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনিয়া, লাউতারো ব্লাঙ্কো, লেয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেস, এনসো ফের্নান্দেস, মাক্সিমো পেররোনে, এসেকিয়েল পালাসিওস, রদ্রিগো দে পল, ফাকুন্দো বুনানোত্তি, থিয়াগো আলমাদা, জিওভান্নি লো সেলসো, আলেক্সিস মাক আলিস্তের, আনহেল ডি মারিয়া, আনহেল কোররেয়া, এমিলিয়ানো বুয়েন্দিয়া, ভালেন্তিন কারবোনি, লিওনেল মেসি, পাওলো দিবালা, লাউতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেস, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গনসালেস ও আলেহান্দ্রো গোমেস।