রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:৩৬ পূর্বাহ্ন
Menu

মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় এবারও প্রথম মেয়ে

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  April 6, 202211:38 am

২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলে এবারও প্রথম হয়েছেন মেয়ে ভর্তিচ্ছু। এবার মেডিকেল ভর্তির ফলে জাতীয় মেধাতালিকায় প্রথম হয়েছেন সুমাইয়া মোসলেম মীম। তিনি ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে ৯২.৫ নম্বর পেয়েছেন। তিনি খুলনা মেডিকেল কলেজে পরীক্ষা দিয়েছেন। এর আগে ২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিকেলের এমবিবিএস ভর্তি পরীক্ষার মেধাতালিকায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছিলেন মিশোরী মুনমুন। তিনি পাবনা মেডিকেল কলেজ থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে তিনি পেয়েছিলেন ৮৭ দশমিক ২৫। মঙ্গলবার ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। জাতীয় মেধার ভিত্তিতে মোট ৭৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন। গত ১ এপ্রিল সারা দেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে সকাল ১০টা থেকে ১১টা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়