মুকসুদপুর উপজেলার টেংরাখোলা ভূমি অফিসে ভুমি সপ্তাহের সেবার মধ্যে আছে-শতভাগ ই-নামজারীকরণ, ভূমি উন্নয়ন কর আদায়করণ, অনলাইনে ভূমি উন্নয়নকর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন করা হচ্ছে, প্রতিদিন গণশুনানি, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, অফিসের বাইরে খোলা স্থানে গণশুনানি গ্রহণ, মিস কেইসের দ্রুত নিষ্পত্তিকরণ, ভূমি উন্নয়ন কর আদায়করণে ক্যাম্পিং, সেমিনার ও মাইকিং করে সচেতনতা সৃষ্টিকরণ, বেদখলকৃত খাস জমি উদ্ধার, মুজিববর্ষের ঘর নির্মাণে খাস জমি উদ্ধার, অনলাইনে সায়রাত মহল ইজারা প্রদান, ভিপি সম্পত্তির লিজ নবায়নের ফি আদায়, মোবাইল কোর্টের মাধ্যমে খাস জমি, খাল ও ছড়া উদ্ধার করা।
মুকসুদপুুরে ভূমি সেবা সপ্তাহ শুরু
প্রকাশ : May 19, 20223:57 pm
