পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর থানা পুলিশের আয়োজনে দরিদ্র ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বুধবার বিকালে মুকসুদপুর থানা পুলিশের নিজস্ব ব্যবস্থাপনায় থানা চত্বরে অর্ধশতাধিক দরিদ্র ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, আলু, সেমাই, চিনি ও গুড়ো দুধ। মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমাদের নিজস্ব অর্থায়নে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আগত অর্ধশতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
মুকসুদপুর থানা পুলিশের আয়োজনে দরিদ্র ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী
প্রকাশ : April 27, 20223:39 pm
