রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:২৫ পূর্বাহ্ন
Menu

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইনজুড়ি প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা মুলক আলোচনা অনুষ্ঠান

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  April 11, 202212:54 pm

ইনজুরি প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা বা ফাস্ট এইড জরুরি চিকিৎসা সেবার একটি অংশ। কখনো কখনো রোগী প্রাথমিক চিকিৎসা পেলে, পরবর্তী জটিলতা এমনকি মৃত্যু ঝুঁকি এড়াতে পারেন। সাপের কামড় থেকে শুরু করে সড়ক দুর্ঘটনা, আগুনে পুড়ে যাওয়ার মতো ঘটনায় প্রাথমিক চিকিৎসা জীবন রক্ষাকারী ভূমিকা পালন করে। প্রাথমিক চিকিৎসা জীবন রক্ষাকারী ভূমিকা তুলে ধরে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক ডাঃ নিপু বিশ্বাস বলেন, ‘কোনো কারণে কারো রক্তপাত হলে প্রাথমিক চিকিৎসা প্রদানের মাধ্যমে যদি তার রক্তপাত বন্ধ করা যায় তবে তিনি বেঁচে যাবেন। যদি কোনো রোগী শিরা ও ধমনী কেটে যায় এবং তার রক্তপাত বন্ধ না করা যায়, তবে ছয় থেকে আট মিনিটের মধ্যে তার মৃত্যু হবে। একই সঙ্গে পুড়ে যাওয়া ব্যক্তিকে সঠিক সময় প্রথমিক চিকিৎসা না দেওয়া গেলে বড়সড় ক্ষতির আশঙ্কা থেকে যায়। এমনকি কারো হৃদযন্ত্র বন্ধ হয়ে গেলেও প্রাথমিক চিকিৎসার মাধ্যম তা সচল করা যায়। এ বিষয়ে সচেতনতা তৈরীর লক্ষে ১১ মার্চ সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইনজুরি প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, ডাঃ দ্বীপ সাহা ও ডাঃ নিপু বিশ্বাস। এসময় বক্তারা বলেন আমরা যদি একটু সচেতন হই তা হলেই আমরা অনেক দূর্ঘটনার হাত থেকে রক্ষা পাব। আর সেই লক্ষে আজ ১১ মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্কুলের প্রধান শিক্ষক, মসজিদের ইমাম, পূজা উদযাপন কমিটির সদস্য, সাংবাদিক নেত্রিবৃন্দ ও স্থানীয় জন-প্রতিনিধিগণ ইনজুরি প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এই আশা ব্যাক্ত করা হয়।