শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৬:১১ পূর্বাহ্ন
Menu

মুকসুদপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 18, 202210:05 am

গোপালগঞ্জের মুকসুদপুরে জমকালো আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ( অনূর্ধ্ব-১৭ ) উদ্বোধন হয়েছে। বুধবার সকালে মুকসুদপুর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়। উদ্বোধনী ম্যাচে পশারগাতী ইউনিয়ন একদশ জলিরপাপাড় ইউনিয়ন একাদশকে ২-০ গোলে হারিয়েছে ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুকসুদপুর পৌর মেয়র অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক মাহবুব হাসান বাবর প্রমুখ।