শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:১৮ অপরাহ্ন
Menu

মিস ইউনিভার্স প্রতিযোগিতা কিনলেন ট্রান্সজেন্ডার নারী

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  October 27, 20223:24 pm

মিস ইউনিভার্স প্রতিযোগিতা কিনে নিয়েছেন থাইল্যান্ডের এক মহিলা ব্যবসায়ী। ঐ নারী সেলিব্রিটি মিডিয়া টাইকুন এবং তৃতীয় লিঙ্গের অধিকার আন্দোলনের এক সাহায্যকারী। অন্নে জাকাপং নামের ঐ নারীকে মিস ইউনিভার্স প্রতিযোগিতা কিনতে খরচ করতে হয়েছে ২০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় ২০৯ কোটিরও বেশি। এ বিষয়ে জাকাপং বলেন, মিস ইউনিভার্স প্রতিষ্ঠানটি আমার কোম্পানির পোর্টফোলিওতে একটি শক্তিশালী সংযোজন। তিনি আরো বলেন, আমরা শুধুমাত্র এখানে বিভিন্ন ঐতিহ্য, সংস্কৃতি ও বিভিন্ন বৈচিত্র থেকে আসা নারীদের জন্য এ প্ল্যাটফর্ম তৈরি করবো না। এখানে পরবর্তী প্রজন্মের জন্য বিভিন্ন ব্র্যান্ডকেও যুক্ত করা হবে। ১৯৯৬-২০১৫ সাল পর্যন্ত মিস ইউনিভার্স অরগানাইজেশনের কো-ওনার ছিলেন ডোনাল্ড ট্রাম্প। ২০১৫ সালে তিনি কোম্পানিটি বিক্রি করে দেন। সে সময় কোম্পানিটির ২ জন টেলিভিশন পার্টনার অভিযোগ করে বলেন, তারা আর সৌন্দর্য প্রতিযোগিতার সম্প্রচার করবেন না কারণ নির্বাচন ক্যাম্পেইনের সময় ট্র্রাম্প অভিবাসীদের নিয়ে বেআইনি কথা বলেন। ২০১৫ সালে মার্কিন ট্যালেন্ট এজেন্সির ডব্লিউএমই-আইএমজি এর কাছে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি যখন কোম্পানিটি কিনেছিলাম তখন এর অবস্থা সংকটাপন্ন ছিলো।