রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৭:৫৯ পূর্বাহ্ন
Menu

‘মিশন ইমপসিবল সেভেন’ ছবির ট্রেলারে চমকে দিলেন টম ক্রুজ

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 24, 202211:01 am

টম ক্রুজের নতুন ছবি ‘মিশন ইমপসিবল – ডেড রিকনিং পার্ট ওয়ান’র টিজার ট্রেলার সোমবার প্রকাশ্যে এসেছে। বরাবরই অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে ভালোবাসেন টম ক্রুজ। নতুন ছবিতেও প্রচুর অ্যাকশন দৃশ্যে দেখা যাবে তাকে। ট্রেলারে তেমনেই ইঙ্গিত মিলেছে।‘ডেড রিকনিং পার্ট ওয়ান’ ছবিটি পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাককুইরি। এর আগেও মিশন ইমপসিবল সিরিজের দুটি ছবি পরিচালনা করেছেন তিনি। ‘মিশন ইমপসিবল – ডেড রিকনিং পার্ট ওয়ান’ মিশন ইমপসিবল সিরিজের সপ্তম ছবি। চলতি বছরের ১৪ জুলাই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ক্রিস্টোফার ম্যাককুইরির পরিচালনায় ‘মিশন ইমপসিবল’ সিরিজের শেষ ও অস্টম ছবি ‘মিশন ইম্পসিবল – ডেড রিকনিং পার্ট টু’ মুক্তি পাবে ২০২৪ সালে।