শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৯:০৫ পূর্বাহ্ন
Menu

মা হলেন প্রীতি জিনতা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  November 20, 202112:45 pm

যমজ সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। বৃহস্পতিবার স্বামী জিন গুডেনাফের সঙ্গে ফেসবুকে একটি ছবি পোস্ট করে সুখবরটি শেয়ার করেছেন প্রীতি। শিশুদের নাম জয় জিনতা গুডেনাফ ও জিয়া জিনতা গুডেনাফ। সারোগেসি পদ্ধতিতে মা হয়েছেন এই অভিনেত্রী।
প্রীতি জিনতা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘সবার জন্য শুভকামনা। আমি আপনার সাথে আমাদের মহান খবর শেয়ার করতে এসেছি. জিন আর আমি আনন্দে পাগল হয়ে গেলাম। আমাদের হৃদয় ভালবাসায় ভরা। কারণ, আমরা আমাদের যমজ সন্তান জয় ও জিয়াকে বাড়িতে নিয়ে এসেছি। আমরা আমাদের জীবনের এই নতুন অধ্যায় নিয়ে খুশি। এই অবিশ্বাস্য যাত্রার অংশ হওয়ার জন্য ডাক্তার, নার্স এবং আমাদের সারোগেটদের অনেক ধন্যবাদ। ”
২০১৫ সালের শেষের দিকে, প্রীতির বিয়ে নিয়ে গুজব শোনা গিয়েছিল। বছরের শুরুতে গুজবের জবাব দিয়ে মিস টু মিস হয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। তার বাগদত্তা জিন গুডেনাফ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ব্যবসা চালান। সেই সময়, তারা লস অ্যাঞ্জেলেসে খুব ঘনিষ্ঠ কিছু বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে বিয়ে করেছিলেন।
বর্তমানে রূপালী পর্দা থেকে দূরে রয়েছেন প্রীতি জিনতা। বিয়ের পর থেকেই তিনি সোশ্যাল মিডিয়ায় কম সোচ্চার হন। মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের বিভিন্ন ব্যক্তিগত ঘটনার কথা জানান। তিনি গত আগস্টে বলেছিলেন যে তিনি বলিউডে ২৩ বছর কাটিয়েছেন।