শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৬:৪৫ পূর্বাহ্ন
Menu

মাশরাফির পায়ে ২৭ সেলাই

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 8, 20225:36 am

নিজ বাসায় কাঁচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়েছেন মাশরাফি বিন মর্তুজা। এ ঘটনার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার নিজ বাসায় কাঁচের টেবিলের সঙ্গে ধাক্কা লাগে মাশরাফির। এসময় টেবিলের উপর থেকে তার পায়ের পেছন দিকে কাঁচ পড়ে। এতে ডানহাতি এই পেসারের পা কেটে যায়। জানা গেছে, পা কেটে যাওয়ার পর মাশরাফিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে এই তারকা ক্রিকেটারের পায়ে ২৭টি সেলাই করা হয়েছে। বর্তমানে মাশরাফি এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে।