মানিকগঞ্জ শহরে বোতলজাত সয়াবিন তেল অবৈধ মজুদ এবং বোতল খুলে খোলাবাজারে বেশি দামে বিক্রির অভিযোগে এক তেলের ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার (১৩ মে) শহর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ শহর বাজারে অভিযান চালিয়ে কালীপদ অ্যান্ড সন্স নামের তেলের ডিলারের গুদামে পাঁচ লিটার ও দুই লিটারের এক হাজার ৩০০ লিটার সয়াবিন তেলের মজুদ পাওয়া যায়।গোডাউনে পাওয়া এসব তেলের বোতল গত রমজান মাসে মজুদ করে রাখা হয়েছে। সে সময় পাঁচ লিটারের এক বোতল সয়াবিনের মূল্য ৭৯৫ টাকা ছিল বর্তমানে যার মূল্য ৯৯০ টাকা। তবে বোতলে পূর্বের মূল্য থাকায় বোতল খুলে প্রতি লিটারে ২০ টাকা বেশি লাভে ক্রেতাদের কাছে ওই তেল বিক্রি করছিল তারা। কালীপদ অ্যান্ড সন্সের গুদামে অবৈধভাবে ভোজ্যতেল মজুদ করার দায়ে প্রতিষ্ঠানটির মালিক নিরঞ্জন বণিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। মজুদ করা এসব তেল উপস্থিত ক্রেতাদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রিও করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, বাজারে সয়াবিন তেলের বেশ চাহিদা রয়েছে। এরপরও ওই ডিলার বাজারে তেল বিক্রি না করে অবৈধভাবে মজুদ করে খোলাবাজারে বিক্রি করে আসছিলেন। কৃত্রিম সংকট তৈরি না করতে এবং ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক রাখতে ওই বাজারের ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।
মানিকগঞ্জে ১৩০০ বোতল সয়াবিন জব্দ, লাখ টাকা জরিমানা
প্রকাশ : May 14, 20225:33 am
