রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৭:৪৩ পূর্বাহ্ন
Menu

মানিকগঞ্জে সমবায় সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 9, 20226:02 am

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কাকনা বাজারে সমবায় সমিতির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে প্রতিষ্ঠানটির সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর সদস্যরা। রোববার বিকালে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার কাকনা বাজার এলাকার ভুক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এই দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন- শিখা বাচিব বহুমুখী সমবায় সমিতির সভাপতি আ. রাজ্জাক ওরফে লিয়াকত (৫১) ও সাধারণ সম্পাদক মো. আতোয়ার রহমান (৫৩)। র‌্যাব-৪ এর মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন জানান, শিখা বাচিব বহুমুখী সমবায় সমিতি লিমিটেড হিসেবে রেজিস্টার্ডভুক্ত হলেও প্রতারণামূলকভাবে সাধারণ জনগণকে ১২% সুদ হারে লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতিষ্ঠার পর থেকে বিগত ১২ বছরে ২ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। র‌্যাবের ওই কর্মকর্তা আরও জানান, কোটি কোটি টাকা আদায় করলেও উক্ত প্রতিষ্ঠানের কোনো রক্ষিত জামানত নেই