শনিবার, ০৩ Jun ২০২৩, ১০:৫০ অপরাহ্ন
Menu

মাদারীপুরের কালকিনিতে বোমা মেরে একজনকে হত্যা করা হয়েছে

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  April 4, 20233:41 pm

মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জেরে বোমা মেরে একজনকে হত্যা করা হয়েছে। সোমবার (৩ এপ্রিল) রাতে আনুমানিক সাড়ে ৮ টার সময় ঘটনা ঘটে, নিহত ব্যক্তির নাম মনির চৌকিদার (৪৫)। মনির মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলত খান (সি.ডি.খান) ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ঐ এলাকার দুটো গ্রুপ চাঁন মিয়া সিকদার ও মান্নান সরদারের লোকজনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। ধারনা করা হচ্ছে এরই জেরে সোমবার রাতে মিয়ার হাট লঞ্চঘাট এলাকায় মনির চৌকিদারকে একা পেয়ে বোমা হামলা চালানো হয়, এতে ঘটনাস্থলেই মনির চৌকিদার নিহত হন। নিহত মনির চৌকিদার মান্নান সরদার গ্রুপের সদস্য ছিল। এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।