অনেক নাটকের পর অবশেষে বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে বেকসুর খালাস দিয়েছে ভারতের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা বা এনসিবি। শুক্রবার (২৭ মে) দেয়া সংস্থার চার্জশিটে বলা হয়েছে, শাহরুখপুত্রের কাছে কোনও মাদক পাওয়া যায়নি। গত বছর অক্টোবর মাসে প্রমোদতরীতে পার্টি চলাকালীন অভিযান চালায় এনসিবি। আরিয়ান ও তার দুই বন্ধুকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। বেশ কিছু দিন জেলে কাটানোর পর জামিনে ছাড়া পান আরিয়ান। ২০২১ সালের ২ অক্টোবর প্রমোদতরী থেকে আরিয়ান তার দুই বন্ধু মুনমুন ধমেচা আরবাজ মার্চেন্টসহ গ্রেফতার হন। প্রায় এক মাস পরে মুম্বাই হাইকোর্ট জামিন দেয় শাহরুখপুত্র এবং তার দুই বন্ধুকে। মামলার তদন্ত প্রথমে ছিল এনসিবি মুম্বাই শাখার হাতে। পরে তদন্তের ভার নেয় বিশেষ তদন্তকারী সংস্থা বা সিট। সেই মামলাতেই শুক্রবার (২৭ মে) ৬ হাজার পাতার চার্জশিট পেশ হয়েছে।
মাদককাণ্ডে বেকসুর খালাস শাহরুখপুত্র আরিয়ান
প্রকাশ : May 27, 202211:54 am
