ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে মাটিকাটার ভেকুবাহী (এক্সকাভেটর) একটি লরির সাথে যাত্রীবাহী সিএনজি সংঘর্ষে চালকসহ ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত অপর ১ জনকে ঢাকার মিটফোর্ড হাসপাতাল ভর্তি করা হয়েছে। শুক্রবার (৩ জুন) রাত সাড়ে বারোটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া সিএনজি স্ট্যান্ডের কাছে এদুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, লরিটি তেঘরিয়া স্ট্যান্ড থেকে বামে বাঁক নেয়ার সময় দ্রুতগামী সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয় এবং আহত অবস্থায় ২ নকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জনের মৃত্যু হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, হাইওয়ে পুলিশ লরিটিকে আটক করলেও এর চালক পলাতক রয়েছে।
মাওয়া হাইওয়েতে ভেকুবাহী লরি ও সিএনজির সংঘর্ষে ৫ জন নিহত
প্রকাশ : June 3, 202210:31 am
