শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:৫১ অপরাহ্ন
Menu

মধ্যরাতে টাইমস স্কয়ারে জন্মদিনের কেক কাটলেন নায়ক

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  December 7, 20218:08 am

নিউইয়র্কের টাইমস স্কোয়ার কখনো ঘুমায় না। দেশ-বিদেশের মানুষ চব্বিশ ঘণ্টা চলাফেরা করছে। এখানে বেড়াতে আসা লোকজন আড্ডা আর গানের নেশায় মাতিয়ে রাখে। সেই টাইমস স্কোয়ারে জন্মদিনের কেক কাটেন ঢালিউড তারকা বাপ্পি চৌধুরী।
পরিচালক দেবাশীষ বিশ্বাস ও নিউইয়র্কের কয়েকজন শুভাকাঙ্ক্ষীকে নিয়ে জন্মদিনের কেক কাটা হয়। এদিকে বাপ্পী তার জন্মদিনে বাবা-মা ও আত্মীয় স্বজনদের রেখে প্রথমবারের মতো দেশের বাইরে থাকায় মেজাজ খারাপ তার।

গত ৪ ডিসেম্বর নিউইয়র্কে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া বাপ্পী এখন শহর ঘুরে বেড়াচ্ছেন। ৬ ডিসেম্বর (আজ) তার জন্মদিন। এ উপলক্ষে তিনি পরিচালক দেবাশীষ বিশ্বাস ও নিউইয়র্ক থেকে আসা শুভানুধ্যায়ীদের নিয়ে জন্মদিনের কেক কাটার আয়োজন করেন।

বাপ্পীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে আসা পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস বলেন, “এটি নিউইয়র্কের হৃদয় টাইমস স্কয়ার নামের একটি জায়গা। ফেসবুকে যিনি লাইভে আছেন তিনি আমার সবচেয়ে প্রিয় ছোট ভাই, তার জন্মদিন হচ্ছে। টাইমস স্কোয়ারে উদযাপন করা হয়।’
বাপ্পী চৌধুরী বলেন, ‘এ জন্মদিনটা আমার কাছে কষ্টের। কেননা, আমি আমার পরিবারে সঙ্গে পালন করতে পারছি না। এই প্রথম এ রকম হলো। প্রতিবার পরিবার আর কাছের মানুষদের সঙ্গে পালন করি। এখানে আছে কাছের মানুষ দেবাশীষ দাদা। আরও একজন আছেন, সে ক্যামেরার বাইরে।
তাঁকে আরেকবার আসলে পরিচয় করিয়ে দিব আপনাদের সঙ্গে।’
দেশের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্য করে ফেসবুক লাইভে বাপ্পী বলেন, ‘আমি আপনাদের খুব মিস করছি। আমি দেশপ্রেমিক মানুষ। তাড়াতাড়ি চলে আসতে চাই, কিন্তু আমার টিকিট কাটা হয়েছে কয়েক দিন পরের, তাই আসতে পারছি না।

আজকের লাইভটা অন্যরকম। আমি সাধারণত লাইভ করি না। মানুষের জীবনে দুঃখ, সুখ থাকে। আমার কাছে আজ কষ্টের দিন। কেননা, আমি দেশের বাইরে আছি, এই রকম বিশেষ দিনে।’

পরিচালক দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ চলচ্চিত্রে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। ২০২০ সালে চলচ্চিত্রটি মুক্তির কথা থাকলেও করোনা মহামারির কারণে সম্ভব হয়নি। জন্মদিন উপলক্ষে ফেসবুক লাইভে দেবাশীষ বিশ্বাস ও বাপ্পী চৌধুরী জানান, খুব শিগগির চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই চলচ্চিত্রে বাপ্পী অভিনয় করেছেন অপু বিশ্বাসের বিপরীতে।