আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিবের মুখে গণমাধ্যমের স্বাধীনতার কথা “ভূতের মুখে রাম” নাম ছাড়া আর কিছু নয়। সোমবার (২৩ মে) এক বিবৃতিতে গণমাধ্যমে স্বাধীনতা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চিরাচরিত মিথ্যাচার ও দুরভিসন্ধিমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী।বিএনপি মহাসচিব গণমাধ্যমে স্বাধীনতা নাই বলে যে মক্তব্য করেছেন সে প্রসঙ্গে ওবায়দুল কাদের তার বিবৃতিতে বলেন, বিএনপি নেতারা প্রতিদিন গণমাধ্যমে বিএনপি নেতাদের মিথ্যাচারের সংবাদ পরিবেশিত হচ্ছে। তিনি বলেন, বিএনপি নেতাদের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ও অপপ্রচার প্রতিদিন গণমাধ্যমে সম্প্রচারিত হচ্ছে।
‘ভূতের মুখে রাম নাম’: কাদের
প্রকাশ : May 23, 202212:31 pm
