ভারতের মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে ৩০ জন তীর্থযাত্রী নিয়ে খাদে পড়ল বাস। এতে অন্তত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রবিবার উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় এদূর্ঘটনাটি ঘটে।ভয়াবহ এ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। জানা গেছে, উত্তরকাশীর কাছে একটি জায়গায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এদিকে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, উত্তরাখণ্ড সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। নিহত ও আহতদের পরিবারের পাশে আমরা রয়েছি। মরদেহগুলো রাজ্যে আনা হবে। আহতদের সবরকম চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস।