শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:৫২ অপরাহ্ন
Menu

ভারতের কাশ্মিরে তীর্থযাত্রীদের বাসে আগুন: নিহত ৪, আহত ২০

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 13, 20225:15 pm

ভারতের বৈষ্ণোদেবী যাওয়ার পথে জম্মু ও কাশ্মীরের খরমল এলাকায় তীর্থযাত্রীদের বাসে ভয়ংকর অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছেন অন্তত ৪ জন। গুরুতর আহত হয়েছেন ২০ জন। শুক্রবার (১৩ মে) এ খবর জানা যায় এনডিটিভির এক প্রতিবেদনে। জম্মু ও কাশ্মীরের রিয়াসির ডেপুটি কমিশনার বাবিলা রকওয়াল জানান, তীব্র গরমে বাসের পেট্রল ট্যাঙ্কে বিস্ফোরণের ফলে এই ঘটনা ঘটেছে। ইঞ্জিন থেকেই দ্রুত গোটা বাসে আগুন ধরে যায় বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। এ ঘটনায় গুরুতর আহত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল কর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও ফরেনসিক দলের সদস্যরা। এই দুর্ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জুম্মু পুলিশ। এ ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং মৃতদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন। একইসঙ্গে সবরকম ভাবে আহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এর আগেও, চলতি বছরের শুরুতেই ভয়ংকর দুর্ঘটনা ঘটেছিল বৈষ্ণোদেবী মন্দির চত্বরে। তীর্থযাত্রীদের দুই গ্রুপের সংঘর্ষে পদপিষ্ট হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছিল তখন। আহত হয়েছিলেন ১৩ জন।