ছবি পরিবর্তন হচ্ছে ভারতীয় মুদ্রায়। মহাত্মা গান্ধীর পাশাপাশি ভারতীয় রুপিতে রবীন্দ্রনাথ ঠাকুর ও এপিজে আব্দুল কালামের ছবি ছাপা হবে। দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রনালয় ও রিজার্ভ ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। এরিমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে আরবিআই এবং সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অব ইন্ডিয়া। সরকারের এ সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির মানুষ। অনেকেই স্বাগত জানালেও কেউ কেউ বলছেন, ভারতের মুদ্রায় চরমপন্থি গুরুদের ছবিও এক সময় স্থান পেতে পারে। সেই উদ্দেশ্য থেকেই মুদ্রায় ছবি পরিবর্তণ করছে মোদী সরকার। বর্তমানে ভারতে যে রুপিগুলোর প্রচলন রয়েছে, তার সবকটিতেই শুধুমাত্র জাতির জনক মহাত্মা গান্ধীর ছবিই রয়েছে। এই ধারা এখন ভেঙ্গে দিতে চাইছে মোদী সরকার। দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রনালয় জানিয়েছে, গান্ধীর ছবির পাশাপাশি ভারতীয় রুপিতে অন্যন্য বিখ্যাত ব্যক্তিত্ব ও মনীষীদের ছবিও ব্যবহার করতে চলেছে রিজার্ভ ব্যাংক। এবার ভারতীয় রুপিতে দেখা যেতে পারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। পাশাপাশি দেখা যাবে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী তথা ভারতের সাবেক রাষ্ট্রপতি আবদুল কালামের ছবি। ইতিমধ্যেই গান্ধী, রবীন্দ্রনাথ এবং আব্দুল কালামের ছবি সম্বলিত দুটি আলাদা নোটের নমুনা পাঠিয়েছে রিজার্ভ ব্যাংক। এখন নিরাপত্তার বিষয়টি চূড়ান্ত করা হচ্ছে। ১৯৬৯ সাল থেকে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া রুপির ওপর গান্ধীর ছবি ছেপে আসছে। সে সময় শুধুমাত্র ১০০ রুপির নোটের ওপর গান্ধীর ছবি ছাপা হতো। সে ছবিটি সেবাগ্রাম আশ্রমে থাকাকালীন সময়ে তোলা হয়েছিল। এরপর ১৯৮৭ সালে গান্ধীর ছবি আবার বদলায়। বর্তমানের রাষ্ট্রপতি ভবন, ব্রিটিশ আমলে ছিল ভাইসরয়ের বাড়ি। সেখানে ১৯৪৬ সালে গান্ধীজির আরেকটি ছবি তোলা হয়, ১৯৮৭ সালের অক্টোবরে একটি ৫০০ রুপির নোটে প্রথম ঐ ছবি ছাপানো হয়। পরবর্তী সময় থেকে সেই ছবি ৫, ১০, ২০, ১০০, ২০০, ৫০০ আর ২,০০০ রুপির নোটেও প্রচলন রয়েছে। এরপর ১৯৯৬ সাল থেকে টানা ছাপা হয়েছিল মহাত্মা গান্ধীর ছবিসহ সিরিজের নোট।
ভারতীয় রুপিতে রবীন্দ্রনাথ ও আবুল কালামের ছবি
প্রকাশ : June 7, 202211:15 am
