বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা জন আব্রাহাম। তাকে কিছুটা রাগী মনে হলেও সে মোটেই সেরকম নয়। সমালোচকরা অবশ্য বলছেন, জনের মেজাজ খারাপ। ভক্তদের নাকি গালি দেন। তবে এবার নিজেকে ভুল প্রমাণ করলেন জন। এক টুইট পোস্টে এমনটাই জানিয়েছেন তাঁর এক ভক্ত।
টুইটে বলা হয়েছে, সাদা কালো পোশাক পরে রাস্তায় হাঁটছিলেন জন আব্রাহাম। সঙ্গে ছিলেন তার সহকারীরাও। এ সময় তার দুই ভক্ত বাইকে বসে জনকে ক্যামেরায় ধরার চেষ্টা করছিলেন। তা দেখে জন ছুটে গেল তাদের কাছে। এরপর কী হল তা ভাবতেও পারেননি ভক্তরা।
জানা যায়, দুই ভক্ত জনকে দেখছিলেন, বাইকে বসে, ফোনের ক্যামেরা অন করে ছবি তুলছিলেন। দূর থেকে হাঁটতে হাঁটতে জন এসে ফোন তুলে নিল তাদের এরপর তিনি হেসে ভক্তদের জিজ্ঞেস করেন, কেমন আছেন?
উত্তরের অপেক্ষা না করে ক্যামেরার দিকে তাকিয়ে সবাইকে বললেন, কেমন আছেন? তখন তিনি দুই যুবককে শনাক্ত করে বলেন, তারা আমার বন্ধু। এই সংক্ষিপ্ত বার্তা দিয়ে ফোন ফেরত দেন জন।
উনাকে দেখে বাঁধ ভাঙার খুশিতে অভিভূত হয়ে পড়েন দুই ভক্ত। একটি টুইট পোস্টে তারা লিখেছেন, “আপনি সত্যিই অসাধারণ। আমরা আপনাকে অনেক ভালোবাসি।
জন আব্রাহাম একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক এবং প্রাক্তন মডেল ও গায়ক। বহু প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেলিং এর পর, আব্রাহাম চলচ্চিত্রে অভিষেক করেন জিসম (২০০৩) সিনেমায় অভিনয়ের মাধ্যমে। যা ফিল্মফেয়ার সেরা নবাগত পুরস্কারের মনোনয়ন অর্জন করে। এই সিনেমার পর তার বাণিজ্যিক সাফল্যমন্ডিত সিনেমা ধুম (২০০৪)।