ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাজ্যে নিয়োজিত রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন। বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীকে তিনি ‘যুদ্ধাংদেহী’ বলে মন্তব্য করেছেন। রুশ রাষ্ট্রদূত বলেন, তিনি (লিজ ট্রাস) পেশাদার কোনো সামরিক ব্যক্তিত্ব নন আবার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দীর্ঘ দিন দায়িত্বেও নিয়োজিত নন। কিন্তু তিনি ‘অত্যন্ত যুদ্ধাংদেহী’। এ সময় রুশ রাষ্ট্রদূত আরও বলেন, যুক্তরাজ্য ইউক্রেনে ব্যাপক পরিমাণে অস্ত্র সরবরাহ করতে পারে। কিন্তু তারা ইউক্রেন অথবা ইউরোপের ভবিষ্যৎ চিন্তা করছে না। ইউক্রেনে যুক্তরাজ্য যুদ্ধ উসকে দিচ্ছে মন্তব্য করে লন্ডনে নিয়োজিত রুশ রাষ্ট্রদূত আরও বলেন, এটা কেন? এর পেছনে কী কারণ? রাশিয়াকে আরও দুর্বল করা? যুক্তরাজ্যসহ পশ্চিমাদের ব্যাপক নিষেধাজ্ঞার পরও ইউক্রেনের অর্থনীতির ধস নামেনি গর্ব করে তিনি বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাজ্যের কি লাভ হয়েছে?
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কে বিস্ফোরক মন্তব্য রুশ রাষ্ট্রদূতের
প্রকাশ : May 29, 202211:06 am
