রবিবার, ০৪ Jun ২০২৩, ১২:৩২ পূর্বাহ্ন
Menu

ব্রাহ্মণবাড়িয়ায় আসামির চায়ের কাপের আঘাতে পুলিশের এক এসআই আহত

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  April 6, 20232:27 pm

ব্রাহ্মণবাড়িয়ায় এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে চায়ের কাপের আঘাতে সদর থানা পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। আহত এসআই সাইফুল ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ও আসামি শহরের উত্তর মৌড়াইল এলাকার আনু মিয়ার ছেলে ইয়াছিন পলাতক বলে জানা গেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা জানান, বুধবার রাতে পুলিশ মাদক, ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলার আসামি ইয়াছিনকে গ্রেপ্তার করতে রেলস্টেশনে অভিযান চালায়। এসময় স্টেশনের পাশে একটি চায়ের দোকানে থাকা ইয়াছিন তার হাতে থাকা চায়ের কাপ দিয়ে এসআই সাইফুলকে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।  বর্তমানে এসআই সাইফুলকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা রয়েছে ও পলাতক ইয়াছিনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার।