রবিবার, ০৪ Jun ২০২৩, ০৬:৩১ পূর্বাহ্ন
Menu

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 14, 202210:29 am

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মে) দুপুরে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাছিদপুর গ্রামে বাড়ির পাশে পরিত্যক্ত জলাশয়ে জমে থাকা পানিতে ডুবে মারা যায় তারা। বাছিদপুর গ্রামের প্রবাসী মাঈন উদ্দিনের ছেলে উসমান (৩) ও বাচ্চু মিয়ার ছেলে আবদুল্লাহ (৪)। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশে খেলছিল উসমান ও আবদুল্লাহ। কিছুক্ষণ পর থেকে তাদের আর সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর বাড়ির পাশের জলাশয়ে তাদের নিথর অবস্থায় ভাসতে দেখে। দ্রুত তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. নূরে আলম জানান, পরিবারের পক্ষ থেকে অন্য কোনো অভিযোগ না থাকায় শিশু দুটির মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • খুঁটিনাটি