মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৬:৩০ পূর্বাহ্ন
Menu

ব্রাজিলে ২১, মেক্সিকোতে ১১ ও যুক্তরাষ্ট্রে ২১ জন বন্দুকধারীর হামলায় নিহত, ২৮ মে পর্যন্ত শোক পালনের সিদ্ধান্ত

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 25, 202210:09 am

ব্রাজিল

ব্রাজিলের একটি বস্তিতে পুলিশি অভিযানের সময় গুলিতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরো অন্তত ৭ জন। বুধবার (২৫ মে) স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। ভিলা ক্রুজেইরো ফাভেলায় পুলিশ ও গ্যাং সদস্যদের গোলাগুলির সময় তাদের মৃত্যু হয়। পুলিশ বলছে, অভিযানের সময় বিভিন্ন অপরাধের সাথে জড়িত এসব গ্যাংয়ের সদস্যরা অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। আত্ম-রক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। স্থানীয় বাসিন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জানান, তারা সকাল চারটার দিকে গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন। এসময় ভিলা ক্রুজেইরোর পাশের জঙ্গল ও বস্তির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রয়টার্সের একজন ফটোগ্রাফার জানান, তিনি বিকেলেও গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন। ঘটনার পর এক পুলিশ সদস্যসহ আহত সাতজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযানের সময় হেলিকপ্টারে অপরাধীদের স্থান শনাক্ত করে। উল্লেখ্য যে, গত বছরও  পুলিশ এবং মাদক কারবারিদের মধ্যে সংঘর্ষে ২৮ জনের মৃত্যু হয়েছিলো।

মেক্সিকো

মেক্সিকোর হোটেল ও বারে বন্দুক হামলায় আট নারীসহ ১১ জন নিহত হয়েছেন। একটি হোটেল ও দুটি পৃথক বারে এ হামলা চালানো হয়। হামলায় এক ডজনেরও বেশি বন্দুকধারী অংশ নেয়। স্থানীয় সময় সোমবার (২৩ মে) উত্তর আমেরিকার এ দেশটির মধ্যাঞ্চলীয় সিলায়া শহরে এ হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে। সোমবার রাতে মেক্সিকোর কেন্দ্রীয় গুয়ানাজুয়াতো প্রদেশের সেলায়া শহরে দুটি পৃথক বার ও একটি হোটেলে চালানো হামলায় নিহত ১১ জনের মধ্যে আটজন নারী এবং তিনজন পুরুষ। এ ছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। সেলায়া শহরের নিরাপত্তা সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, বন্দুক হামলার খবর পেয়ে ভ্যালে হারমোসোর আশপাশে পৌঁছানোর পর কর্মকর্তারা নিহতদের মৃতদেহগুলো খুঁজে পান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতদের গুলি করে হত্যা করা হয়েছে। হত্যার পর হামলাকারীরা স্থাপনায় আগুন দেয়ার জন্য পেট্রল ঢেলে দেয়। তারা আরো জানান, মৃতদেহগুলো প্লাস্টিকের টেবিল ও চেয়ারের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে ছিল এবং একজন ফুটপাতে পড়েছিল। মেক্সিকোর গুয়ানাজুয়াতো একটি সমৃদ্ধ শিল্প অঞ্চল। এখানে একটি শোধনাগার এবং একটি গুরুত্বপূর্ণ জ্বালানি পাইপলাইন রয়েছে। কিন্তু সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন কার্টেল নামক দুটি গ্রুপের মধ্যে বিরোধের কারণে এটি মেক্সিকোর অন্যতম সহিংস প্রদেশে পরিণত হয়েছে। অপরাধী এই দলগুলো মাদক ও চোরাই জ্বালানি পাচারের রুট নিয়ন্ত্রণের জন্য একে অপরের সঙ্গে লড়াই করছে। অবশ্য সর্বশেষ এই হামলায় কোনো অপরাধী গ্রুপকে সন্দেহ করা হয়েছে তা জানায়নি কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ২০০৬ সালের ডিসেম্বরে সরকার মাদকবিরোধী সামরিক অভিযান শুরুর পর থেকে মেক্সিকোতে অন্তত ৩ লাখ ৪০ হাজার খুন হয়েছে।

যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে এক বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছে। তবে হামলার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। টেক্সাস অঙ্গরাজ্যের ডিপার্টমেন্ট ফর পাবলিক সেফটির বরাতে সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৪ মে) সাউথ টেক্সাসের উভালদে শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শোক জানাতে দেশটির জাতীয় পতাকা ২৮ মে পর্যন্ত অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন গণমাধ্যম সূত্র জানা গেছে, বুধবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি। পুলিশ বলছে, সাউথ টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে এ হামলা হয়েছে। বন্দুকধারীর নাম সালভাদর রামোস। ১৮ বছর বয়সী রামোস পুলিশের গুলিতে নিহত হয়েছেন।