চাষাঢ়া হয়ে গতকাল বুধবার সকাল সাড়ে নয়টায় নারায়ণগঞ্জ শহরে ঢুকতেই সিটি করপোরেশনের নির্বাচনী আমেজ পাওয়া গেল। পোস্টার আর পোস্টার। সাদাকালো পোস্টারে ছেয়ে গেছে ফুটপাত, সড়কদ্বীপ আর সড়কের ওপরের এপাশ থেকে ওপাশ। তখনো প্রার্থীদের প্রচারণা শুরু হয়নি। তবে শহীদ মিনারের সামনে গণমাধ্যম কর্মীদের আনাগোনায় আঁচ করা যাচ্ছে, শিগগিরই হয়তো প্রার্থীরা নামবেন।
আমাদের শহরের সিটি নির্বাচনের পরিবেশ বেশ স্বস্তিদায়ক। তার বড় কারণ হচ্ছে প্রধান দুই মেয়র প্রার্থীর ব্যক্তিত্ব। তাঁরা কেউই মারামারি বা সংঘাতের সঙ্গে নেই। সে জন্যই নির্বাচনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় আছে। বর্তমান বাস্তবতা বা দেশের অন্য এলাকার তুলনায় যা অকল্পনীয়।
প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক
শীতের সকাল। শহীদ মিনারের সামনে গরম-গরম এক কাপ চায়ে চুমুক দিয়ে রওনা হলাম নিতাইগঞ্জের দিকে। তখন চোখে পড়ল চাষাঢ়া মোড়ে পিকআপ চড়ে মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে প্রচারণায় বের হয়েছেন তাঁর সমর্থকেরা। বঙ্গবন্ধু সড়ক ধরে রিকশায় মিনিট দশেকের মধ্যে নিতাইগঞ্জে পৌঁছা গেল। সেখানকার এক ককশিটের গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপণের কাজ করছেন। সবাই উৎসুক দৃষ্টিতে আগুন নেভানো দেখছেন।