রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালিস্ট বেলজিয়াম এবারের আসরেও টপ ফেভারিট। আর তাদেরই কি না বিধ্বস্ত করে দিয়ে কাতার বিশ্বকাপে বড় কিছু ঘটানোর ইঙ্গিত দিয়ে রাখল গতবার কোয়ালিফাই করতে না পারা নেদারল্যান্ডস। শুক্রবার রাতে কিং বাউডোনুয়া স্টেডিয়ামে উয়েফা নেশনস লিগের ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের খেলায় বেলজিয়ামকে ৪-১ গোলে হারিয়ে তাদের বিপক্ষে ২৫ বছর পর জয়ের দেখা পেল ডাচরা। ৪০ মিনিটের মাথায় ফ্রেঙ্কি ডি জংয়ের পাসে বল পেয়ে ডান পায়ের দূরপাল্লার শটে কমলা বাহিনীকে এগিয়ে দেন স্টিভেন বার্গভিজন। বিরতি থেকে ফিরেই জোড়া গোল করেন ফরোয়ার্ড মেমফিস ডিপাই। ৫১ মিনিটে স্টিভেন বার্গুইসের দ্রুত গতিতে বাড়ানো বল নিয়ে ডান পায়ের করেন প্রথম লক্ষ্যভেদ। এরপর ৬৫ মিনিটে ডেলি ব্লাইন্ডের হেড পাসে বল পায়ে নিয়ে নিশানাভেদ করেন। এর মাঝে ৬১ মিনিটে ব্লাইন্ডের বাড়িয়ে দেয়া বল নিয়ে গোলমুখে থাকা ডেনজেল ডামফ্রিস বাম পায়ে বল জালে জড়ান। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে টবি অ্যাল্ডারওয়েরল্ডের কর্নার কিকে উড়ে আসা বল ডান পায়ে জালে প্রবেশ করিয়ে বেলজিয়ামের হয়ে সান্ত্বনাসূচক গোল করেন স্ট্রাইকার মিচি বাতশুয়াই।
বেলজিয়ামের বিপক্ষে ২৫ বছর পর জিতল ডাচরা
প্রকাশ : June 4, 20225:56 am
